* কবিতাটি উৎসর্গ করছি কবি আভা মন্ডলকে।


মাটি ছোঁবে হাতের ছোয়ায়
ধরবে আকাশ মন দিয়ে,
অকারণ আর চেয়ো না তুমি
রাহুর ডাকে পেছন ফিরে।
চাই না আকাশ, বললে অমন
দুঃখ পাবে আকাশ;
অভিমানে মুখ ফেরাবে
বয়ে যাওয়া বাতাস।
লাগবে ভালো তখন তোমার
সত্যি করে বলো?
আকাশ তোমায় ছুঁতেই হবে
রাঙা সোনার আলোয়।
আকাশ ছোঁবে, বাতাস ছোঁবে
নেবে মাটির ঘ্রাণ,
তবেই তুমি খুঁজে পাবে
সত্যিকারের প্রাণ।