ভাবনাগুলো আমার শুধু
শুধুই আমার একার,
কেন বাপু ভাবছো তুমি
আমায় নিয়ে বেকার?
চলতে পথে একলা আমি
মনের সুখে গাই,
একলা আছি বেশতো আছি
দুঃখ কিছু নাই।
দুঃখহীনা সুখ আকাশে
ওড়াই রঙিন ঘুড়ি,
তবু কেন বাধ্য করো
তুলতে ব্যথার নুড়ি?
একলা আমি বেশতো আছি
আমার মতো করে,
ওত পেতে রও তুমি কেন
ঢুকতে আমার ঘরে?
আমার জগত আমার কেবল
আমার মতোই থাক,
তুমি না হয় অন্য কোথাও
বাজাও তোমার ঢাক।