মন্ত্র পড়ে যন্ত্র টিপে
অন্তপুরের রাজ্যে
পিটিয়েছিলাম ডামাডোল ভাই
আবেগের আতিশায্যে। 


সাজের উপর চাপিয়ে পোষাক 
ভাববাহাদুর সেজে ,
দেখি আমি বারোটা নয়
গেছে চৌদ্দ বেজে। 


লাটবাহাদুর নস্যি সে তো
আমিই লাটের বাট,
চ্যাংদোলাতে দুলদুলুনি
তাও জোটে না খাট।


আলোর ঘরে ঝালর দোলে
দোলে কত কী যে,
শুন্য হৃদয় বাজে কী ভাই
শুকনোয় চিড়ে ভিজে?