এতদিন তুমি লেখো নি কেন
কেন ধরো নি কলম,
অভিমান নয় বিরক্তিটাই
চোখে মুখে তার চরম।
কেঁদেছিল নাকি পংক্তিগুলো
চুপিচুপি তার কাছে,
আমরা ছাড়া সুখে দুঃখে তার
আর বলো কে আছে?
ভুলে গেছে সে সেসব দিনের
বেমালুম সব কথা,
বিনা বিচারে কাব্যের বুকে
দিয়ে যায় শুধু ব্যথা।
শত অভিযোগ শত অনুযোগ
কান পেতে শুধু শুনে যাই,
ছন্দ তালের আগমনী বার্তার
আপাত কোন খবর নাই।