একটা পরিচয় জুটে যায় হঠাৎ
লাগে না খুব বেশী মন্দ,
খেলে যাই আমি বিরামহীনতায়
নিয়ে তাল আর ছন্দ।


কবি মানে নাকি সত্য সুন্দর
কবি মানে সারল্যে বসবাস,
কবিরাই নাকি নিতে পারে কেবল
মুক্ত বাতাসে শ্বাস।


মনে মুখে থাকে কল্যাণ ভাবনা
অকৃত্রিম উদারতা,
কবি পরিচয়ে ধন্য করেছেন
বিশ্ব বিধাতা।


আজ কেন হঠাৎ লজ্জায় মরি
কবি পরিচয় নিয়ে,
আত্মপরিচয়ের গ্লানিতে ডুবেছি
নিজ পরিচয় খুঁজে পেয়ে।


শব্দের মালার গাঁথুনি দিয়ে
ভেবেছি আছি তো বেশ,
চেয়ে দেখি নি অন্তর জুড়ে
কালিমার নেই যে শেষ।


কবি বলে আর ডেকো না আমায়
আমি নই এর যোগ্য,
কবিতার মানে আমার কাছে
লোভনীয় এক ভোগ্য।