দুঃখের ঘরে বসত করে
সুখের গীত গায়,
দুঃখটাকে করতে প্রকাশ
ভারী লজ্জা পায়।
মেকি হাসির আড়ালে সে
ঢাকে গোপন কান্না,
শাক দিয়ে কি মাছ ঢাকা যায়,
আগুন ছাড়াই রান্না?
সুখের ভানে গলাবাজি
এক ফ্রেমে হাসি,
ফ্ল্যাশ লাইট নিভলে দেখি
আলা পঁচা বাসি!