আমি বিরক্ত বোধ করছি
ভদ্রলোকের ভদ্র আচার,
মুর্খ হাঁকে দূর হয়ে যাও
করবে কে তার বিচার?
ভদ্র বলি কাকে আমি
মুর্খটাই বা কে,
কথা কাজে মিল রাখে না
বলবেটা কি তাকে?
জেবে আছে দশটা টাকা
এর বেশী তো নাই,
একশো শুনে ভ্যাবাচ্যাকা
দরকারটা কী ভাই?
ভেতর যদি নিঃস্ব থাকে
বাইরে বাঁজে বেশী,
তার সাথে কী পাল্লা দেয়া
মানায় বলো শশী?
ভেতর বাহির সমান সমান
দুয়ে দুয়ে চার
কী হারাবে কী বা পাবে
ভাবে না তো আর।
এক না হলে যুদ্ধ মাঠে
মানায় না তো লড়াই,
হার মেনেছি পাশ ফিরেছি
দূরে সরে দাড়াই।