বাঘ মামা আজ লেজ গুটিয়েছে
ভয়ে থরহরি কম্প,
একদা মামা না জেনে বুঝে
অকারণে দিয়েছে লম্ফ।
হালুম হালুম হুংকার ধ্বনিতে
বন বাঁদাড় সব কাঁপাতো,
উদর পূর্তিতে ঠিকঠাক সব
শিকার ধরে ধরে মাপাতো।
যাচ্ছিল দিন এমন করেই    
হেসে খেলে তার ভালো,
বাঘের উপর টাগ জুটে আজ
মামার মুখটা কালো।