পাল তুলে দে মাঝি ওরে
হেইয়ো হেইয়ো বলে,
হারার ব্যথা আছে যত
যাক ভেসে যাক জলে।
কলকলিয়ে ছলছলিয়ে
চলুক জলের খেলা,
রাঙা ঠোঁটে টিয়ার ডাকে
করিসনেরে হেলা।
মাছরাঙাতে মন রাঙিয়ে
ওরে মাঝি চল,
ভালবাসার খেলাতে তুই
রাখিস নে আর ছল।
উড়ুক বাতাস মেঘের ভেলায়
উড়ুক আমার মন,
ওড়ার তালেই যাক হারিয়ে
ভালবাসার ক্ষণ।
স্বাক্ষী রলো আকাশ বাতাস
তোল রে মাঝি পাল,
বেপরোয়া মন পাখি আজ
হোক না খানিক বেহাল।