উড়ে যাও হে মুক্ত বিহঙ্গ
ছাড়িয়ে সীমানা
দূর হতে বহুদূর....
স্বদেশেরে পৌঁছে দাও
বিশ্বের এক প্রান্ত থেকে
সীমানার শেষ ঐ প্রান্তে।
লাল সবুজের নান্দনিক ছন্দে
ভরে যাক বিশ্ববাসীর অন্তর।
দেখুক জগৎ অবাক বিস্ময়ে
সবুজে ঢাকা বাঙলার হৃদয়;
উদিত সূর্য লালিমা আভায়
নেমে আসে সেথা
প্রতিটি প্রহরে প্রহরে।
শুভ্র বলাকা নিয়ে তার ছটা
পৌঁছে যাক দেশ বিদেশের
অলিগলি আর প্রতিটি শহরে।