স্বজনেরা তার আজকে সবাই
আসছে তারই ঘরে,
চাঁদের হাটের ঝলমলানি
পড়ছে ঝরে ঝরে।
পিতা মাতা কন্যা জায়ার
মিলবে দেখা আজ,
উৎসবের এক আমেজ মাখা
নিত্য নতুন সাজ।
স্বজন আমার খুব বেশী নেই
ঘরটাও নড়োবড়ো,
শূন্য ঘরে শূন্য জীবন
ইচ্ছেমতো ওড়ো।
ভাল্লাগে না এমনতরো
জীবন নিয়ে খেলা,
জানি না তো কোন সে ভুলে
ডুবলো জীবন ভেলা।
হোক না জীবন যেমন আমার
থাক সে সুখের দেশে,
স্বজন ঘেরা সুখ সাগরে
যাক সে ভেসে ভেসে।
কাটুক বেলা অবেলাতে
যত হেলা ফেলায়,
বিশ্ব ভরা স্বজন নিয়ে
মাতবো নতুন খেলায়।