বলতে সিদ্ধ জোয়ান বুড়া
তরুণ, যুবা সব জনায়,
কাজের কথা শুনতে পেলেই
লেজ গুঁটিয়ে সব পালায়।


আগুন বালি চায় না কিছু
কথার ঠিকই খই ফোটায়,
সুযোগ পেলে নিন্দে মন্দে
সত্য মিথ্যে সব জোটায়।


কিন্তু যারা ধ্যানে ডুবে
আপনারে খোঁজ করে,
কাজের বেলায় সরব তারা
যায় না কোনো প্রচারে।


জানে তারা একা মানে
বোকার দলে ভীড় করা,
সঙ্ঘ মানে শক্তি সাহস
কল্যাণ দিয়ে সব ঘেরা।


বলতে পারে সবাই জানি
করতে পারে ক জনা?
ধ্যানের দেশে ধ্যানীর বেশে
কর্মীরূপে আনাগোনা।