ঘুমে ঢুলঢুল বন্ধ পাতায়
চলছে চোখের খেলা,
ভাঙতে হলে এই সুযোগে
ভাঙো মাটির ঢেলা।
ইচ্ছেমতো এধার কা মাল
ওধারমে সে ঢালে,
ঢিলটা ছুড়ে ফায়দা লোটে
ভাঙা ঘরের চালে।
চোখ ঢুলঢুল বন্ধ পাতায়
যায় না তো সব দেখা,
এই সুযোগে ইচ্ছেমতো
হিসেব-নিকেশ লেখা।
পরের কথা হবে পরে
নগদ বুঝে নে,
বন্ধ চোখেই বাকীর খাতা
আগ বাড়িয়ে দে।