ইস্কুল জীবনের বন্ধু সুজন এই লেখার নেপথ্যে, তাই আজকের কবিতা বন্ধু সুজনকে উৎসর্গ করলাম। ভাল থেকো বন্ধু।          


বন্ধুর ডাক ওপার থেকে
কোথায়রে তুই এখন,
মাছের সাথে বেগুন মুলো
আমার হাতে তখন।


আয়রে বাবা জলদি করে
আছি যে পথ চেয়ে,
গরম কফি ঠান্ডা হলো
সময় গেলো বয়ে।


ঘাম জবজব শরীর আমার
পোষাকও নয় ভালো,
কেমন করে এমন রুপে
আসি আমি বলো?


পোষাক আসাক তুচ্ছ জানিস
বন্ধুরে তুই আপন,
আয় চলে আয় জলদি করে
জমবে আলাপন।


ছুটে গেলাম হাতে ধরে
মাছ বেগুন আর মুলো,
ছুটে এলো বন্ধুরা সব
জ্বালিয়ে দিয়ে আলো।


বন্ধু আমার তোরাই আসল
বুঝলাম আজ এসে,
গেটআপ সেটআপ ভুলে গিয়ে
টানলি ভালবেসে।