ধর্ম বন্দী উপাসনালয়ে
চেতনা বড় দুর্বল,
জোব্বা আস্তিন গেরুয়া বসনে
জোচ্চররা আজ সবল।
দূর্গা বন্দী সাজ সজ্জায়
বুদ্ধ বন্দী পিতলে,
একাদশীও মানিয়ে নিয়েছে
রুই কাতল আর চিতলে।
আজানের ধ্বনি কানে শোনা যায়
পৌঁছে না কারো মর্মে,
হিংসা বিদ্বেষ হানাহানি
বৈধ বলো কোন ধর্মে?
সাধন ভজন জিকির মন্ত্র
আনুষ্ঠানিকতায় বন্দী,
নিঃস্ব আত্মা হাহাকার করে
জানে না করতে সন্ধি।