* পারমিতা ব্যানার্জীর "চির অমাবস্যা"র পিঠে আমার এই লেখা, তাই তাকেই দিলাম উপহার আমার এই কাব্য।


ঝকঝকে আলো ভরা জোস্নার গল্পগুলো
ভাবায় না এখন আর,
চাঁদের উল্টো পিঠের গোপন গল্পগুলোকে
জানতে ইচ্ছে করে বারবার।
কী আছে সেথা? কোন গূঢ় রহস্য আবৃত রেখে
নির্লিপ্তভাবে বিলিয়ে যাচ্ছে শুধু আলো?
কে জানে চাঁদের বুকেও হয়তো ঢাকা আছে
দুঃখ ব্যথার শত শত  কোনো কালো।
ইচ্ছে করে আমার হ্যাচকা টানে খুলে দিতে
চাঁদের বুকের সেই গোপন কষ্টগুলোকে,
ইচ্ছে করে চাঁদকে আলিঙ্গন করে তারে বলি
কেন রেখেছো ব্যথাগুলোকে ঢেকে?
তোমার উল্টো পিঠের জ্বালা যন্ত্রণা আর ব্যথাগুলোকে
দেখতে দাও, থেকো না নির্লিপ্ত;
দোহাই তোমার, পূর্ণিমার আলো দিয়ে কেমনে ঢাকো
তোমার দুঃখ যন্ত্রণাগুলোকে, আমি তা করতে চাই রপ্ত।