ছন্দ হারা কবিতার সাথে
গন্ধ ছাড়া ফুল,
ভাল লাগে না মোটেই তারে
এতটুকু করা ভুল।
জীবনের কথা জীবনের ব্যথা
দু চোখ ভরা কান্না,
ছন্দেই চলুক দীর্ঘশ্বাসটা
কেউ কেউ তা চান না।
আকাশের মেঘ বাতাসের ঢেউ
ঝরঝর যত বৃষ্টি,
ছন্দের তালে নেচে নেচে চলে
কি অপরুপ সৃষ্টি!
ছন্দ হারিয়ে দিশেহারা আজ
রাত্রি দিনের গল্প,
বিপ্লব ঘটাতেও ছন্দ লাগে
হোক তা যত অল্প।
ছন্দ ছাড়া সৃষ্টি কখনো
সৃজনশীলতা পায় না,
ছন্দ হারিয়ে একটা জীবন
খুব বেশী দূর যায় না।