উসকো খুসকো চুলের বাহারে
উদাস উদাস চাওয়া,
ঘুর্ণিঝড়ের ঘুর্ণিপাকে চলে
ধুলো ওড়ানো হাওয়া।


চাল নেই তার চুলোও উধাও
খোঁজে না তবু কিছু,
আপনমনে পথ চলে শুধু
ফিরে চায় না পিছু।


উদাস চোখের তারায় ঘোরে
প্রশ্ন শত শত,
কিসের মায়ায় কিসের ছায়ায়
সবাই অবনত?


মন টানে না সংসারে তার
ঘোরে এ দিক ও দিক,
ভয় মানে না ডর মানে না
চোখ রাঙ্গালেও নির্ভীক।