কেমন করে হলো বলো কেমন করে হলো?
আর্মি পুলিশ আমজনতা সবাই সেথা ছিলো।
রাত দুপুর নয়, সন্ধ্যে কেবল এই নেমেছে সবে,
ব্যস্ত পথিক পথ চলেছে ব্যস্ত কলরবে।


দেহের ক্ষত মনের ক্ষত, ক্ষত চোখে মুখে
সমাজপতি পড়েছে কী তোমার অন্ধ চোখে?
জুতোর ধুলো মেনে নিতেও যেথায় বাঁধে রুচি
সেথায় কিনা কন্যা আমার হারালো তার শুঁচি!


বলতে পারো কোথায় আমি কখন নিরাপদ?
এই সমাজে কেমনে থাকে নোংরা এসব আপদ?
তোমার গায়ে হাত লাগে নি, ভাবছো গেছো বেঁচে;
চোখটা বুজে পাশ কেটো না, ডাকবে বিপদ যেচে।