চমকের খোঁজে গ্রামে গ্রামে ঘুরি
চমক খুঁজে তবু পাই না,
ঝোলা কাঁধে নিয়ে সারা পাড়াময়
কোন্ দিকে বলো যাই না?


বাবু আমার বড় গোস্বা করেছেন
নিয়েছেন কঠিন আঁড়ি,
কেমনে কোথায় খুঁজবো তারে
কোথায় আছে তার বাড়ী?


চমকের খোঁজে বিদ্যুৎ চমকায়
হাওয়া যায় এ দিক ওদিক,
ঘন কালো আর গহীন বনে
ছুটি আমি দিগ্বিদিক।


খেলাতে চমক মেলাতে চমক
সিরিয়ালেও চমক ঝলকায়,
উনুনের পরে শূন্য হাঁড়ি
ইচ্ছেমতো তার বলগায়।


গাছে ঝোলে মাছ, পানিতে আবাস
মানুষ গরু আর ছাগলের;
সত্য কথনে মাথা নষ্ট
পুরোনো যত পাগলের।


চমকের কাছে হাত জোড়ে তাই
বলি করে দাও মাফ,
বাবু তুমি যতই গোস্বা করো
এটাই আমার কথা সাফ।