ছন্দের তালে গন্ধ বিলিয়ে
হৃদয় করবে জয়,
নিশ্চিত জানি নিশ্চিত মানি
সখী কবিতা তাহারেই কয়।
ছন্দহারা কাব্য যেন
ছন্নছাড়ার গান,
ছন্দ বিনে কাব্য পাঠে
ভরবে কী সখী প্রাণ?
ছন্দের দেখা মিললেই তারে
ছড়া কেন বলো ভাই,
ছন্দ হারালে কাব্যের ঘরে
মিলবে কী কারো ঠাই?