ভাব ধরি, কিছুই বুঝি না
আমি বড় হাঁদারাম;
লাথি খাই তবু নড়ি চড়ি না
যেন এক বুড়ো ভাম!
বোবার নাকি শত্রু হয় না
এমন কথা যারা কয়,
ইচ্ছে করে কষে চড় মারি
আর কত করবি হয় হয়?
ইচ্ছে করে অনেক কিছুই
তবু কিছু করা যায় না,
সময়ের তালে তাল না দিলে
ছাগলেও ঘাস খায় না।
তালে তাল দাও না জেনে বুঝে
সব ঠিক মতো চলবে,
চোরের সাক্ষী গাঁটকার হয়ে
তোমার কথা তারা বলবে।