গালির পিঠে গালি দিলে
বেশরমের কীই বা হবে,
জন্ম কোথায় জানো নাকি
রাস্তা নাকি আস্তাকুঁড়ে?
খোঁজ নিয়েছো তার কখনো
বেজন্মারা জন্মে কোথায়?
“তুই রাজাকার” গালিতে আর
মরে না সে বুকের ব্যাথায়।
দালাল হয়ে গড়ছে দালান
বাঙলা জুড়ে থাকার আশায়,
মওকা বুঝে পাকির শোকে
মরা কান্নায় বুকও ভাসায়।
যুদ্ধে আছি তাদের সাথে
দেশকে যারা ভালবাসে,
খড়গ হাতে সাজবো কালি
নিদানে কেউ যদি হাসে;
মরুক ওরা আস্তাকুঁড়ে
মরুক পড়ে ভাগাড়েতে,
বেজন্মারা মরুক গিয়ে
ইয়াহিয়া ভুট্টোর সাথে।
ঠাঁই হবে না এই দেশে আর
যে রূপ ধরেই আসুক ওরা,
পাকি ওদের আব্বা দাদা
ভোল পাল্টায় যেই পড়ে ধরা।