নষ্ট সময় কষ্টে কাটে
লাগে না কিছুই ভালো,
আঁধার ঢাকা মেঘ আকাশে
ফুটবে না আর আলো।


আসবে না আর স্বপ্নগুলো
রঙিন পাখা মেলে,
ক্লান্ত জীবন কাটবে কেবল
হতাশার জল ঢেলে।


হতাশায় ভাসি, ভেসে ভেসে চলি
পথ খোঁজে শুধু মন,
আঁধার ঢাকা জীবনের পথ
শেষ হতে কতক্ষণ?


ভাবনার ভুবন ভাবনায় ডুবে
খুঁজে পেয়ে যায় পথ,
হতাশায় চলা জীবনের গতি
এই বুঝি হয় শ্লথ।


হারিয়ে গেছে ডায়েরীর পাতার
যে যে স্বপ্নগুলো,
শাখা প্রশাখায় মেলছে ডানা
চারদিক করে আলো।


হতাশার সাথে আড়ি নিয়ে ঢালো
নিরাশার ঘরে জল,
সত্যম শুভম সুন্দরম বলো
একতাই এখন বল।