অন্তর বাহির কথা কাজে
এক না হলে কেমনে নেই?
আলোর সাথে ভালোর সাথে
তাল মেলাতে হারাই খেই।


বলেন কথা মিঠা মিঠা
লিখেন কত বাহারে,
লেখার সাথে কাজের ধরণ
পাই না খুঁজে তাহারে!


ভাবি বসে এমন কেন
কেন এমন দ্বিচারণ?
কেন তবে মিথ্যে কথার
গাঁথবো মালা অকারণ?