সাঁঝ বেলাতে খেয়ালের বশে
মেতেছিল এক খেলায়,
ভাবেনি পেছনে কেউ রয়েছে
সংসার নামের ভেলায়।
কাম বাসনায় নেশার ঘোরে
দু হাতে বিলায় সব,
রাতের শেষে নেশা কাটে
পাখির কলরব।
পলকে ভোলে সাঁঝের খেলা
মুছে দেয় সব চিহ্ন,
বোঝে না তো সে কারো হৃদয়
করে দিয়েছে ছিন্ন।
রেখেছিল পা দুই নায়েতে
এক মুহুর্তের তরে,
নীরবে কেউ নিয়ে যায় বয়ে
ফলটা জীবন ভরে।