কেউ দেয় তালি, কেউ দেয় গালি
কেউ করে উদ্ধার গুষ্টি,
প্রাণপনে চলে তবু কারো কারো
জোটাতে মনের তুষ্টি।


কেউ ভাবে, কেউ ভাবে না কিছু
হচ্ছে যা তা হোক না;
মজা লুটি বসে গজা মুখে গুঁজে
কেউ করছে না মানা।


আলু পুড়ে খায় কেউ কেউ বসে
কেউবা জল ঢালে,
দুর্বিনীত পায় নাই ঠাঁই, পাবেও না
কোন কালে।