এক বছর নয়, দু বছর নয়, নয়রে পাঁচ দশ;
গুনে গুনে তিনটি দশক অবলীলায় ক্রস।
হারিয়ে গেছে হারিয়ে গেছে কোথায় যেন সব
বুকের ভেতর কান্নাগুলো কেঁদেই হলো নীরব।
আর পাবো না হয়তো খুঁজে, নিলাম মেনে তাই;
যেথায় থাকিস তোরা সবাই, ভালো থাকিস ভাই।
মেঘের ওপর তারাগুলো বসিয়ে মেলার হাট,
কান্না দেখে বলে আমার বালাই বালাই ষাট।
ওই যে কোণায় যেই তারাটা জ্বলছে মিটিমিটি
বন্ধু আমার কোন সে জনা বলবে কে আর খাঁটি?
হঠাৎ দেখি ঝোড়ো হাওয়ায় জমাট বাঁধা মেঘে
হারিয়ে যাওয়া বন্ধুরা সব আসছে একে একে।
ভুলে গেছে বয়স সবাই, এখন শুধুই কিশোর,
হল্লা হাসি ছড়িয়ে গেলো বাঙলা ছেড়ে মিশর।