স্বপ্নরা আসে স্বপ্নরা যায়
সন্তর্পণে আনাগোনা,
ভাঙে ঘুম তবু কল্পনায় চলে
স্বপ্নের বীজ বোনা।
এলোপাতাড়ি কিল ঘুষিতেও
ভাঙে না যে সে খেলা,
বিশ্বের হাটে বেহায়ার দল
বসায় কত না মেলা!
বলে কেউ করে হায় হায় গেলো
হলো বুঝি পুরো শেষ,
ছত্রিশ হাত মাটি ফুঁড়ে উঠি
ভেবো না অত, এখনো আছি বেশ।