একটা কথা লিখবো বলে মন বাড়ীতে ভেবেছি,
আস্থা রেখে তোমার কথায় একটা জীবন ঠকেছি।
একটা গানে সুর দেবো তাই সা রে গা মা খুঁজতে যাই,
খুঁজতে যেয়ে হঠাৎ দেখি তানপুরাটাই কাছে নাই।
বীণার তারে চিড় ধরেছে, মনের তারে এক আঁচড়;
আর ভরি না শিউলী তুলে শরৎ ভোরের লাল আঁচল।
লিখবো বলে একটা কথা যেই যখনি ভেবেছি,
তোমার চোখে মিথ্যে প্রহসন বারে বারে দেখেছি।
লিখবো না আর একটা কথা দেখবো না আর ভন্ডামী,
বলতে পারো কবে কোথায় পাবো খুঁজে কান্ডারী?


২৮/৮/২০১৮