দমকে দমকে গমকে গমকে
উঠছে জেগে নতুন প্রাণ,
আষাঢ় মাসে নয় তো এটা
ধান ভানতে শিবের গান।


একটা প্রদীপ জ্বালবো আমি
তাই করেছি ধনুক পণ,
ধানাই পানাই গোঁজামিলেও
ভাঙবে না ভাই আমার মন।


মিথ্যে সাজাও ইচ্ছেমতো
গল্প বানাও চাও যত,
টিকবে না আর খুব বেশি দিন
নোংরা খেলার এই ক্ষত।


আসবে জানি সত্য শেষে
আপন আলোয় বুক ভরে,
সেই আশাতে আছি বেঁচে
আছি আমি চুপ করে।