*** অগ্রজ কবি ফারহাত আহমেদের "হিংসুটে" কবিতার পিঠে এর জন্ম, তাই তাঁকেই শ্রদ্ধাভরে স্মরণ করছি।


হিংসুটে সে নয়কো মোটেও
ঈর্ষা একটু আধটু,
উদার মনে কোপটা দিতে
জোরসে মারে লাট্টু।
লোভ লালসা কাকে বলে
কাকে বলে ক্ষোভ?
জানে না তো মোটেও কিছু
আছে খ্যাতির লোভ।
চাখবে না সে স্বাদটা কেমন
কিন্তু চেয়ে থাকবে,
তাকে ছেড়ে অন্য কোথাও
আস্ত কী আর রাখবে?
"আমি তোমার" কক্ষনো না
"তুমি আমার" আপোষ নাই,
যেথায় থাকো যেমন থাকো
ইচ্ছে হলে চাই-ই চাই।