একলা ভালো যায় না থাকা
সবাই মিলে সুখী,
একলা মানে একার জীবন
জনম ভরা দুঃখী।


অর্থ খ্যাতি বিত্ত যশে
আসতো যদি সুখ,
ধনীর চেয়েও ধনীর ঘরে
রইতো না আর দুখ।


বুঝেও তবু বোঝে না যে
বেকুব জাতের মানুষ,
আপন হতে আপন জীবন
বানিয়ে ফেলে ফানুস।


হাওয়ার জোরে ক্ষণিক তরে
আকাশ জুড়ে ভাসে,
এমনি করেই কাটবে জীবন
ভেবে ভেবে হাসে।


সময় শেষে ফানুসের আর
যায় না পাওয়া খোঁজ,
এমনি করে মানব জীবন
হারাচ্ছে হররোজ।