সুন্দরের পূজারী সেজে দিবারাত্রি
করে চলেছো সুন্দরের বন্দনা,
জানি আমি তোমার পুরোটাই জানি
অভিনয় তোমার মন্দ না!
চেয়ে থাকি আমি রুদ্ধশ্বাসে
ক্ষণে ক্ষণে কত রঙ বদলাও,
নাড়ু গোপাল সেজে জনে জনে বলো
ভালবাসায় সখী মত দাও।
বলতে পারি না অক্ষমতায়
টেনে টেনে ছিড়ি মাথার চুল,
কেউ কি নেই যে বলে দিতে পারে
গোলাপ নয় তুমি ধুতরোর ফুল।