আজকে আমি লিখছি যেটা
গল্প মোটেও নয়,
শোনো কবি নিখাঁদ প্রেম
হয় না কভূ ক্ষয়।
আজকে তুমি হেয়ালিতে
করলে হেলাফেলা,
কালকে যেন চোখের জলে
যায় না তোমার বেলা।
হয়তো আমি থাকবো না
এই জীবনে আর,
আমায় ভেবেই কবি তুমি
করবে সময় পার।
তোমার পাশে থাকবো আমি
জানবে না আর কেউ,
খুঁজবে তুমি আকুল হয়ে
ভাঙবে হৃদয় ঢেউ।
খুব গোপনে আস্থা ভরে
ধরেছিলাম হাত,
মাঝ নদীতে ডুবিয়ে দিলে
ঘোর আঁধারের রাত।
খুব কেঁদেছি ডোবার আগে
খুঁজেছি তোমায়,
পারলে না তো কাছে নিতে
জায়গা দিয়ে ক্ষমায়।
আজকে কবি দ্যাখো তুমি
তোমার হৃদয় মাঝে,
আমার নামের তানপুরাটা
করুণ সুরে বাঁজে।
আর ফেলো না কবি তুমি
আমায় ভেবে জল,
দূর আকাশে আছি আমি
সূর্য অস্তাচল।
জানো কবি সেদিন রাতে
ঘুম ছিল না চোখে,
তুমি তখন মত্ত ছিলে
অন্য কারো বুকে।
শোন কবি প্রেমটা আমার
ছিল না তো ফাঁদ,
তোমার পাতা ফাঁদে-ই হলো
জীবন আমার বরবাদ।


১৬/৯/২০১৭