সুন্দর নই মোটেও আমি
সুন্দর নই জানি,
তবুও আমি তোমারই রাঁধা
রাঁধা হিসেবেই মানি।
বিদ্যার গলায় শক্ত রশি
বুদ্ধির গলায় ফাঁস,
বিবেক সমাজ আমার বশে
এটাই আমার আশ।
চেতনানাশকে ঘুমানো পশু
একদিন জানি জাগবে,
পশুতে পশুতে লড়াই বিভেদে
শান্তির পায়রা ভাগবে।
পৈতা ছাড়া বামন নাকি
যায় না কভূ চেনা,
অন্ধকারেই গন্ধ বিলায়
নীরব হাস্নাহেনা।