দেখেছি তারে যতবার আমি
ততবার হয়েছি মুগ্ধ,
যতবার তারে ছুঁতে চেয়েছি
প্রতারণায় হয়েছি ক্ষুব্ধ।


দর্শনে তারে মন হারিয়ে
হয়েছি বাউল নিঃস্ব,
তার মাঝে আমি দিবা রাত্রি
দেখেছি তামাম বিশ্ব।


প্রেমগুলো যেন হাওয়াই মিঠাই
পতঙ্গের মতো ডাকে,
ফেরিওয়ালার কাঁধে মানায় ভারী
গোলাপের রঙ এ তাকে।