নীড় ভেঙে মেলি ডানা
নতুন নীড়ের খোঁজে,
ভাঙ্গা গড়ার এই না খেলা
কয় জনা আর বোঝে?
সাজাই গোছাই আপন হাতে
আপন মনে করে,
ভাল্লাগে না বুঝতে পারি
কিছু সময় পরে।
আবার ছুটি পেছন ফেলে
মিথ্যে মায়ার ঘর,
হন্যে হয়ে খুঁজে বেড়াই
শান্তির সরোবর।
হয়তো জোটে খানিকটা ক্ষণ
হয়তো সবই মিছে,
একটা সময় যেতেই হবে
সবটা ফেলে পিছে।
বুঝেও অবুঝ মনটা কাঁদে
হাতড়ে স্মৃতির পাতা,
হোক ক্ষণিকের চলুক তবু
জীবন নিয়ে কথা।