ভেবেছিলাম আসবে আলো
চাঁদের বাড়ি হতে,
খুশীর হাটে বসবে মেলা
আমার ভাঙা ঘরে।
ছিলাম আমি এই খুশীতে
নয়ন জোড়া বুজে,
আঁধার ঘরে জোনাক পোকাও
পাইনা এখন খুঁজে।
সাধ জাগে না কাটতে সাঁতার
শুকনো নদীর বুকে,
চাতক হয়ে তাকিয়ে থাকি
প্রখর সূর্যের দিকে।
বললে কি আর যায় কি বলা
তোতা পাখির বুলি,
ইচ্ছে করেই দিয়েছি আজ
দুটো চোখে ঠুলি।