তন্ত্রের পরে মন্ত্র পড়ে
তারপর খোঁজে ঝোপ,
মীরজাফর আর ফিরিঙ্গি দেয়
বাঙলার বুকে কোপ।
ঘসেটি হাসে লর্ডের কোলে
সিরাজ মরলো কেঁদে,
মীরজাফরের রূপ চেনা যায়
সময় সুযোগ ভেদে ।
পঁচাত্তরে আবার আসে  
মীরজাফরের আত্মা ,
মোস্তাক বেশে প্রকাশ ঘটায়
নয়া বেঈমান সত্ত্বা।
ইনডেমনিটির কালি দিয়ে
সত্য ঢাকার খেলায়,
হেরে গেল হেরে গেল
আম জনতার মেলায়।