ইটের পরে ইট সাজিয়ে
একটি দালান গড়ে,
এ কোন আপদ পড়লো এসে
মানবতার ঘাড়ে।


ইটের দেয়াল কীটের মতো
ঘুণপোকাদের বাসা,
বন্ধনগুলো কেটেকুটে
দিব্যি থাকে খাসা।


ভাই দেখে না ভাইয়ের বদন
মা বাপ ভাগাভাগি,
মানবতা মরছে কেঁদে
একটু যেন জাগি।


কেউ জাগে না রবির আগে
নিদ্রাহারা রাত,
ইটের চাপায় মরেই গেল
মানুষ নামের জাত!