পাখি হতে পাখনা লাগে
ময়ূর হতে লেজ,
ঘোড়ার সাথে জড়িয়ে আছে
ক্ষিপ্র গতির তেজ।


গাছের পাতায় যায় যে বোঝা
কি হবে তার নাম,
চিনতে মানুষ ভুল করিলেই
দিতে হবে দাম।


চোখে মুখের আকার সবই
মানুষ মানুষ লাগে,
খাসিলতে লজ্জা পেয়ে
পশুরাও মুখ ঢাকে।


সবার সেরা স্বীকৃতিতে
ধরায় এলেও তারা,
কর্মদোষে ধরার বুকে
তারাই সর্বহারা।