জানো কি তুমি আজকে আমি
আর নই একা একা,
শত আলো আর রেণুর কণায়
চারদিক শুধু ঢাকা।
তোমাকে হারিয়ে ভেবেছিলাম বুঝি
হয়ে গেছি পুরো নিঃস্ব,
আলোর রেণুরা কাছে এসে কয়
তোমাকে বানাবো শিষ্য।
আলোর রেণু আলোর কণায়
ভরা এখন আমার চিত্ত,
তোমার চেয়ে কম নেই আর
বৈভবে ভরা বিত্ত।