কেউ যেন এসে কানে কানে বলে
ফেরার প্রস্তুতি নাও,
দেনা পাওনা যার যা আছে
সব বুঝিয়ে দাও।


রঙ্গ মঞ্চে অনেক খেলেছো
খেলার সময় শেষ,
মঞ্চ ছেড়ে চলো ফিরে যাই
রেখো না কিছু অবশেষ।


থাকলো পড়ে নকল পোশাক
থাকলো সব আসবাব পত্র,
গোছানো হলো না কিছুই আমার
ছড়ানো সব যত্রতত্র।


ঋণের বোঝায় জর্জরিত
দায়ের বোঝাও ম্যালা,
যেতে হচ্ছে ফিরে তবু হায়
সাঙ্গ করে খেলা।


মরণের পরে দেহটাকে ছেড়ে
আত্মা যাবে তার ঠিকানায়,
ভালোটুকু বলো মন্দকে এড়িয়ে  
তোমাদের স্মরণসভায়।