দুষ্টু ছেলের মিষ্টি প্রেমের
গল্প এখন অচল,
প্রেম জমাতে ছলচাতুরী
এখন বেজায় সচল।


টাঙ্কি মারা পাঙ্কুরা আজ
অচল যুগের দলে,
ড্যাশিং হিরোর ইমেজ নাকি
যায় না যুগের তালে!


বটের তলায় রিনিকঝিনিক
কিংবা বাঁশির সুর,
শোনার আশা করতে হলে
খোঁজো অচিনপুর।


এখন সময় ডিজিটালের
ভার্চুয়ালে বাস,
জাহেল যুগও হার মেনেছে
মন্দে সর্বনাশ।


জাতির যারা শিরদাঁড়া, আজ
তারাই গেছে বেঁকে;
ধর্ষিতা বোন গুমরে কাঁদে
ঘরের কোণে থেকে।


ভুলে গেছে গর্জে ওঠার
সে সব দিনের কথা,
যুবক তরুণ ব্যস্ত এখন
রাখতে গুঁজে মাথা।


ঘাড়টা গুঁজে ছুটছে তারা
কী বোর্ড তাদের সাথী,
হায়না বানর এই সুযোগে
বনলো সমাজপতি।