দু চার লাইন লিখতে পারায়
উঠলো খাতায় নাম,
কবি নামে চিনলো সবাই
আসরে বেশ দাম।


আশেপাশে আছেন অনেক
নামীদামী কবি,
ছন্দ তালে অন্ত্যমিলে
লিখেন তারা সবই।


এদের সাথে ওদের সাথে
তাল মেলাতে গিয়ে,
ভুল করেছি বুঝতে তফাৎ
সর্ষে তেল আর ঘিয়ে।


কবির খাতায় কাব্য লেখায়
কমবেশি যা হোক,
আসন পেতে বাসন সাজায়
লোভী তাদের চোখ।


বসতে দিলে চায় যে খেতে
খাওয়ার পরে শোয়া,
চলতে গেলে এদের সাথে
জাতটা যাবে খোয়া।