বিশ্ব ভালবাসা দিবসে আজ
দশ টাকার গোলাপ বিকোবে
একশো টাকা দিয়ে,
সাধ আর সাধ্যের ফারাক ঘোচাতে
মধ্যবিত্তও চাহিদা মেটায়
বঙ্গবাজার গিয়ে।


ভীড় জমে যাবে আজ দোকানে দোকানে
ফুল আর কার্ডের সমাহারে,
যৌবনের অমিত শক্তি অপচয়ের মেলায়
সামিল হবে আজ কাতারে কাতারে।


পণ্য আগ্রাসীদের পৌষ মাস হলেও
ডুবেছে পুরো সমাজ সর্বনাশের খেলায়,
ভালবাসার নামে ভালবাসাহীন হয়ে
সম্পর্কগুলো নিঃশ্বেষ হয় শুধুমাত্র অবহেলায়।


কেউ বলে না নির্মম এই সত্যগুলোকে
সহজ সরল ভাষায়,
জায়েজ না-জায়েজ আর শুদ্ধ অশুদ্ধের তর্ক বিতর্ক
ভুলুন্ঠিত মানবতা আর বঞ্চিতকে শুকনো হাসিতে হাসায়।