কোন এক প্রহরে প্রসব বেদনায়
নীল হয়েছিল এক জননী,
গগনবিদারী চিৎকার আমার
মা ছাড়া আর কেউ শোনে নি।
ধরণীর বুকে এসেছি মাগো
তোমার জঠর ছেড়ে,
শৈশব থেকে কৈশোর পাড়ি
যৌবনও নেয় কেড়ে;
জীবনের দায় মেটাতে মাগো
ছুটি রাত দিন ভর,
জন্মতিথি স্মৃতিতে মলিন    
বেদনার সরোবর।
ভুলেছি মাগো তোমার বেদনা
ভুলেছি তোমার স্নেহ,
দিনশেষে দেখি তুমি ছাড়া মাগো
কাছে নাই আর কেহ।