*** স্নেহময়ী সকল মায়েদের স্মরণে    


কত বড় হতে চাও খোকা?
চোখে কতটা স্বপ্ন তোমার আঁকা?
দূর আকাশটাকে ছুঁয়ে দেখতে চাও?
নাকি সাগরের ওপারের ডাক শুনতে পাও?


ছিল না কিছুই তার, বিত্ত কিংবা বৈভব;
আকাশ! সে তো বহূদূর, গন্ডী পেরোনোটাই ছিল অসম্ভব।
তবু সে স্বপ্ন দ্যাখে, দু চোখে স্বপ্ন আঁকে;
সাত সমুদ্রের ওপার থেকে কে যেন তারে ডাকে।


বাঁকা চোখে কেউ তাকায়, কেউ কাটে টিপ্পনী;
ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখে তবু খোকার দু;খী জননী।
খোকা তুই বড় হবি, হিমালয় ছুবি একদিন,
নিন্দুকেরা যে যাই বলুক অহর্নিশি রাত্রি দিন।


আজকে খোকা অনেক বড়, খ্যাতি বিশ্ব জোড়া,
মায়ের স্বপ্ন দিয়ে যে তার পুরো জীবন মোড়া।
যায় নি ভুলে মায়ের কথা, গাঁয়ের মাটির গন্ধ;
সুখ দুঃখ স্মৃতিগুলো তার কাব্যগাঁথার ছন্দ।


মায়ের কথা স্মরণ করে কাব্য লেখে খোকা,
শ্রোতারা সব শব্দ হারায় নিস্তব্ধতার থোকা।
হার মেনেছে বিত্ত বিলাস খোকার মায়ের কাছে,
ক জন মায়ের ঘরে বলো এমন খোকা আছে?