যুদ্ধের মাঠের ডাক এসেছে আবার নতুন করে
ঢাকতে হবে আপন লজ্জা আপনারই তরে।
শকুন মেলেছে ডানা দুটো তার মরার গন্ধ পেয়ে
প্রেতাত্মারা মরিয়া হয়েছে, আসছে তারাও ধেয়ে।
তান্ডব চালাবে পান্ডব রাজ্যে নিঃশব্দে নীরবে;
অস্তিত্ব সঙ্কটে পুরোটা জাতি, দায়টা কে তার নেবে?
আফিমের নেশায় বুদঁ হয়ে কেউ, কেউবা আবার চরসে  
সুযোগ বুঝে প্রেতাত্মারা নাচে, নাচে তারা মনের হরষে।
যোদ্ধারা সব মাঠ ছেড়েছে ক্লান্তিতে সবাই সারা,
ক্লান্তি আসে না আমার কাছে, তন্দ্রা নিদ্রা হারা।
যুদ্ধের মাঠেই তন্দ্রা আমার, নিদ্রা আহার বাস,
যুদ্ধের মাঠে কাটাবো জীবন , গোলা বারুদে শ্বাস।